যুক্তরাষ্ট্রের সরকার অচলাবস্থা (শাটডাউন) কাটানোর জন্য প্রয়োজনীয় ব্যয় বরাদ্দ–সংক্রান্ত বিল টানা পঞ্চমবারের মতো পাসে ব্যর্থ হয়েছে সিনেট। সোমবার রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের প্রস্তাবই পর্যাপ্ত সমর্থন না পেয়ে বাতিল হয়। ফলে পঞ্চম দিনের মতো কার্যত অচলাবস্থায় রয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। সিনেটে কোনো বিল পাসের জন্য অন্তত ৬০টি ভোট প্রয়োজন হয়। কিন্তু ডেমোক্র্যাটদের প্রস্তাব বাতিল হয় ৪৫–৫০ ভোটে, আর রিপাবলিকানদের প্রস্তাবও ৫২–৪২ ভোটে খারিজ হয়ে যায়। ডেমোক্র্যাটরা ব্যয় বিলে স্বাস্থ্যসেবা খাতকে প্রাধান্য দিতে চাইছে, অন্যদিকে রিপাবলিকানরা ‘নিরেট’ বা অগ্রাধিকারবিহীন ব্যয় বিলের দাবি জানাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অচলাবস্থা নিরসনে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় যেতে প্রস্তুত, তবে প্রথমে সরকার সচল করা জরুরি। আরও পড়ুনআরও পড়ুনযেসব কারণে নোবেল নাও পেতে পারেন ট্রাম্প ভোটাভুটির পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...