দেশের জনপ্রিয় টেক-শো ‘সার্চ ইঞ্জিন’ আবারও এসেছে নতুন সিজন নিয়ে। এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড এর উদ্যোগে নির্মিত এ অনুষ্ঠান গত ৪ অক্টোবর থেকে সার্চ ইঞ্জিন সিজন-২ নামে শুরু হয়েছে। প্রযুক্তি খাতের অগ্রগতি, উদ্যোক্তাদের গল্প, উদ্ভাবন, সরকারি-বেসরকারি উদ্যোগ, তথ্য-সুরক্ষা ও নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা— এসব বিষয় নতুন সিজনে আলোচনায় থাকবে। পাশাপাশি থাকবে প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে আলোচনা। এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, দেশের প্রতি ভালোবাসা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এই অনুষ্ঠানটি চালু করেছি। প্রযুক্তির সুফল মানুষের কাছে পৌঁছে দিতে ‘সার্চ ইঞ্জিন’ আমাদের ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ। অনুষ্ঠানটি দেখা যাবে প্রতি শনিবার রাত ৮.৩০ মি. চ্যানেল ২৪-এ। একই দিন রাত ১১টায় সম্প্রচারিত হবে এনিগমা টিভির ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে। সম্পাদক...