কোয়ান্টাম পদার্থবিদ্যা নিয়ে গবেষণার মাধ্যমে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম সেন্সরের উন্নয়নের পথ উন্মুক্ত করেছেন যেসব বিজ্ঞানী, সেই তিন গবেষক পাচ্ছেন চলতি বছরের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য মার্কিন গবেষক জন ক্লার্ক, মিশেল দেভোরে এবং জন মার্টিনিসের নাম ঘোষণা করেছে। ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার অর্থমূল্যের এই পুরস্কার তিন বিজ্ঞানীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন ‘মেশিন লার্নিং’-এর দুই পথিকৃত—যুক্তরাষ্ট্রের জন জে হপফিল্ড এবং কানাডার জেওফ্রে ই. হিন্টন। বরাবরের মতো এবারও চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই সোমবার শুরু হয়েছে চলতি বছরের নোবেল মৌসুম। বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং আগামী ১৩ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের...