মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ট্রাম্প সম্প্রতি থুনবার্গকে ‘রাগী’ ও ‘সমস্যাসৃষ্টিকারী’ বলে মন্তব্য করে বলেন, তার ‘রাগের চিকিৎসা করা উচিত’। এরই জবাবে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পাল্টা মন্তব্য করেন ২২ বছর বয়সী এই জলবায়ু কর্মী।গ্রেটা লেখেন, ‘আমি শুনেছি, ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র নিয়ে তার ‘মুগ্ধকর’ মতামত প্রকাশ করেছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার উদ্বেগের জন্য আমি কৃতজ্ঞ।’তিনি আরও লেখেন, তবে যদি তার কাছে কোনো ভালো পরামর্শ থাকে রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে, আমি তা জানতে আগ্রহী—কারণ তার নিজের রেকর্ড দেখে মনে হয়, তিনিই হয়তো এর সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করছেন।সম্প্রতি ইসরায়েল কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার ও পরবর্তীতে ছাড়া হওয়ার পর ট্রাম্প থুনবার্গকে কটাক্ষ করেন। তিনি বলেন, গ্রেটা এখন আর পরিবেশ নিয়ে নয়, বরং সমস্যাসৃষ্টিতেই...