বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানান, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সরাসরি হস্তক্ষেপের জন্যই প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি নির্বাচন। এমনকি তিনি কাউন্সিলরদের থ্রেট দিয়েছেন বলেও মন্তব্য করেন আমিনুল। বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি হস্তক্ষেপ করেছেন সেটার প্রত্যেকটির প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে থ্রেট দিয়েছেন। অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছেন, আমাদের ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করছেন। যেটা আমরা কখনোই চিন্তাও করিনি।’ নির্বাচনের কলকাঠি যারা নেড়েছেন, তাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের আভিযোগও তোলেন আমিনুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার। ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তির করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘যে কোনো মূল্যে তিনি...