প্রতিরক্ষা ও নিরাপত্তাখাতে বিদ্যমান সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ঢাকা-আঙ্কারা। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে নেতৃত্ব দেন উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বরিস একিঞ্চি। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বরিস একিঞ্চি। বৈঠকে উভয়পক্ষ শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষারভিত্তিতে সংহতি, পারস্পরিক আস্থা এবং ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চলমান সংস্কার উদ্যোগে নিরবচ্ছিন্ন সমর্থনের প্রতি গভীর প্রশংসা করে তুরস্ক। বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য বহুমুখীকরণ, যোগাযোগ...