মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কবরস্থান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ইব্রাহিম বাঞ্ছারামপুর ভুইয়া বাড়ির আমান উল্লাহ ভুইয়ার ছেলে। সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইব্রাহিম তার তিন বন্ধুকে নিয়ে নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় এবং ইব্রাহিম সাঁতার না জানায়, পানির গভীরে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের একটি দল, টিম লিডার আব্দুল কাদেরের নেতৃত্বে, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার...