০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শহীদ আবরার ফাহাদ আমাদের এই পরিবর্তত ইতিহাসের সবচেয়ে বড় উজ্জ্বল তারকা, আমাদের চেতনার ও প্রেরণার প্রতীক। আবরার ফাহাদের সেই স্ট্যাটাস ছিল ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। ভারত গত ফ্যাসিস্ট রেজিমে বাংলাদেশের এত ক্ষতি করেছে। ফ্যাসিস্ট তাড়ানোর পরে তারা ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছে। এতে বুঝতে হবে ভারত বাংলাদেশকে কীভাবে গিলে খাওয়ার প্রচেষ্টায় ছিল। তিনি আরও বলেন, শহীদ আবরারের রক্তের প্রতিটি কোণা প্রতিবাদের। তাঁর এই চেতনা আমরা প্রত্যেকে ধারণ করবো চেতনা ও প্রেরণার আবরার হোক আমাদের ছাত্রসমাজের আলোচনার বিষয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই দোয়া...