ফুসফুসের ক্যানসার সবচেয়ে নীরব ও প্রাণঘাতী ক্যানসারগুলোর একটি। কারণ, এটি শরীরের ভেতরে ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রাথমিক পর্যায়ে এই ক্যানসারের তেমন কোনো স্পষ্ট উপসর্গ দেখা যায় না। তাই অনেক সময় এই উপসর্গগুলো সাধারণ সর্দি, কাশি বা অ্যাজমার লক্ষণ ভেবে অনেকে গুরুত্ব দেন না। ফলে রোগ ধরা পড়ে অনেক দেরিতে।বিশেষজ্ঞদের মতে, নিচের পাঁচটি সাধারণ লক্ষণ সম্পর্কে সচেতন থাকলে আগে থেকেই রোগ শনাক্ত করা অনেক সহজ হতে পারে—১️. তিন সপ্তাহের বেশি স্থায়ী কাশিতিন সপ্তাহের বেশি সময় ধরে যদি কাশি না সারে, সেটি ফুসফুসের ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। সাধারণ ঠান্ডা বা অ্যালার্জির চিকিৎসায়ও যদি উপশম না হয়, তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। অনেকে একে ‘সাধারণ কাশি’ ভেবে চিকিৎসকের পরামর্শ নেন না। অথচ ফুসফুসে ক্যানসারজনিত টিউমার শ্বাসনালিতে জ্বালা সৃষ্টি করে, যা দীর্ঘস্থায়ী কাশির...