ভারতের উত্তর প্রদেশে এক অদ্ভুত অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এক ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন। মঙ্গলবার এনডি টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঘটনাটি রাজ্যের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামে। স্থানীয় গণমাধ্যম জানায়, মেরাজ নামের এক ব্যক্তি ‘সমাধান দিবস’-এ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। সাধারণত ওই দিনে নাগরিকরা বিদ্যুৎ, রেশন কার্ড বা রাস্তা-ঘাটসংক্রান্ত সমস্যা তুলে ধরেন। তবে মেরাজের অভিযোগ শুনে উপস্থিত কর্মকর্তারা হতবাক হয়ে পড়েন। জেলা প্রশাসকের সামনে মেরাজ জানান, স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যায় এবং আমাকে কামড়াতে আসে। তার দাবি, একবার স্ত্রী সত্যিই তাকে কামড়েছেন এবং প্রায়ই রাতে তাকে তাড়া করেন। অভিযোগটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ...