অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অপরাধে সাবেক গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের বিরুদ্ধে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি জানান। দুদকের উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে। দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী তার জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া তিনি ও তার নামে খোলা ৬টি ব্যাংকের ৮টি হিসাবের মাধ্যমে মোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার...