এশিয়া কাপে বিস্ফোরক ব্যাটিংয়ে টুর্নামেন্ট-সেরা হওয়া আভিশেক শার্মা পেতে পারেন আরেকটি দারুণ স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় ওপেনার। সেপ্টেম্বরের সেরার লড়াইয়ে আরও আছেন তার স্বদেশি স্পিনার কুলদিপ ইয়াদাভ ও জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রায়ান বেনেট। গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা, দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটস ও পাকিস্তানের ব্যাটার সিদরা আমিন। সংযুক্ত আরব আমিরাতে ভারতের এশিয়া কাপ জয়ের পথে সাত ম্যাচে ৪৪.৮৫ গড়ে আভিশেক করেন ৩১৪ রান। স্ট্রাইক রেট ছিল চোখ কপালে তোলার মতো, ২০০! আসরে আর কেউ তিনশ রান করতে পারেননি। ২৬১ রান করে তালিকার দুই নম্বরে থেকে আসর শেষ করেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। সুপার ফোর পর্বে...