সাধারণত বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত হয় বিসিবির বিভিন্ন কার্যকরী কমিটি। তবে এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সাজিয়েছেন সব কমিটি। নিজের কাছে রেখেছেন তিনি তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বোর্ড প্রধান। বিসিবির নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে মঙ্গলবার বিকেলে বিভিন্ন কমিটি প্রধানের নাম ঘোষণা করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন নতুন চারপরিচালক—আব্দুররাজ্জাক,শানিয়ানতানিম,খালেদমাসুদপাইলটওআমজাদহোসেন। নির্বাচনঘিরেসরকারিহস্তক্ষেপআরস্বেচ্ছাচারিতারঅভিযোগেরমাঝেইএইসভা দিয়েআনুষ্ঠানিকভাবেযাত্রাশুরুকরলনতুনবোর্ড। পরিচালনা পর্ষদ গঠন হওয়ার পরমূলআগ্রহের কেন্দ্রেছিলকমিটিরদায়িত্ববণ্টননিয়ে।সোমবার রাতেমূলতবিবৈঠকেরপরমঙ্গলবারদুপুরসাড়েবারোটায়শুরুহওয়াসভাচলেআড়াইঘণ্টারওবেশিসময়।আলোচনারকেন্দ্রবিন্দুছিল২৩টিকার্যকরীকমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলেরদায়িত্ববণ্টন। আগে নানা সময়েই এসব কমিটি গড়তে দেরি হয়েছে বেশ। এবার প্রথম সভাতেই চূড়ান্ত করা হয়েছে কমিটিগুলো। বিপিএলের গত আসর নিয়ে অনিয়ম আর বিতর্কের ঝড়ের পর এবার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে থাকছেন বোর্ড সভাপতি নিজেই।...