ইতালির বোলোগনা শহরে প্যালেস্টাইনপন্থী একটি বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করেছে দেশটির প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ‘Giovani Palestinesi Italia’ নামের একটি সংগঠন মঙ্গলবার (৭ অক্টোবর) মিছিলটি আয়োজনের ঘোষণা দিয়েছিল। ওই দিনটি হামাস ও ইসরায়েল সংঘর্ষের দ্বিতীয় বার্ষিকী হওয়ায় কর্মসূচি ঘিরে উত্তেজনা বেড়ে গিয়েছিল। বোলোগনার প্রশাসনিক প্রধানেরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন শহরে গাজা ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। তাই সম্ভাব্য সংঘাত এড়াতে মিছিলটি বাতিল করা হয়েছে। তবে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনের সিদ্ধান্ত অন্যায়। তারা শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার চর্চা করতে চান। “আমরা প্যালেস্টাইনের মানুষের পাশে আছি, ন্যায়বিচারের দাবিতে আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না”—এমন মন্তব্য করেছেন সংগঠনের এক মুখপাত্র। ইতালিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা যুদ্ধবিরতির দাবিতে...