আপনার বা আপনার আশেপাশে কি এমন কেউ আছেন, যিনি হঠাৎ ভালো মুডে থাকেন আবার মুহূর্তেই প্রচণ্ড রেগে যান বা মন খারাপ করে ফেলেন? অনুভূতির পরিবর্তন সাধারণত একটি স্বাভাবিক বিষয়; এটি প্রাকৃতিক। তবে কিছু মানসিক রোগ এই বিষয়টিকে এতটাই বাড়িয়ে তুলতে পারে যে, সেই মানুষটির স্বাভাবিক জীবন, সম্পর্ক, কাজ ও স্বাস্থ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন একটি মানসিক অসুখের নাম বর্ডারলাইন পার্সোনালিটি ডিজঅর্ডার (বিপিডি), যা একটি ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যা। বিপিডি কী?বর্ডারলাইন পার্সোনালিটি ডিজঅর্ডার বা বিপিডি মূলত একটি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা, যা ব্যক্তির অনুভূতি, সম্পর্ক, আত্ম-চেতনা ও আচরণে গভীর প্রভাব ফেলে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা খুব দ্রুত এবং তীব্রভাবে তাদের আবেগ, চিন্তা, আচরণ ও সম্পর্ক পরিবর্তন করেন। এই অবস্থায় আক্রান্ত ব্যক্তি কখনো খুব ভালো অনুভব করেন, আবার কিছু সময়ের মধ্যে প্রচণ্ড হতাশা,...