ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস— এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর এই সিলিন্ডারে দাম গুনতে হবে ১ হাজার ২৪১ টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১০৫ টাকা ৮৭ পয়সা। সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৭০ টাকা। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর ধরা হবে। নতুন ঘোষণা অনুযায়ী, রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম প্রতি কেজি ৯৯ টাকা ৬৫ পয়সা, যা আগের মাসে ছিল ১০২ টাকা ১২ পয়সা। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দামও কমিয়েছে কমিশন। প্রতি লিটারের দাম ৫৮ টাকা ১৫ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করতে হয়।...