আটক বাসের চালক বকুল খন্দকার (৬০) বলেন, “আমি রেডিও কলোনির জ্যামে দাঁড়িয়ে ছিলাম, ডানে অল্প ফাকা জায়গা ছিল, সেখানেই ওই শিক্ষার্থীর বাইকটা দাঁড়িয়ে ছিল। আমি সেটা খেয়াল করিনি। জ্যাম ছাড়ালে না দেখেই টান দেই, এতে মোটরসাইকেলে বসা শিক্ষার্থী ঝুঁকি বুঝে ডিভাইডার টপকে লাফ দেয়, সেখান থেকেই তার পায়ে আঘাত লাগে। মোটরসাইকেলটি গাড়িতে লেগে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। সবকিছু বাবদ আপোষের মাধ্যমে আমরা ক্ষতিপূরণ দিয়েছি।” সাভার হাইওয়ে থানার কর্তব্যরত এসআই আনজিল আহমেদ বলেন, “আমরা দূর্ঘটনার পর সেখানে পৌঁছে গাড়ি জব্দ করেছি। উভয় পক্ষের মীমাংসার মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। জরিমানা ভিক্টিমকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও চালককে সড়ক ও পরিবহন আইনের ৮৭ নং ধারায় মামলা দেওয়া হয়েছে। সেখানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।...