ঢাকা : উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পুরুষ খ্যাতনামা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।আগামীকাল ৮ অক্টোবর, বুধবার, সন্ধ্যা ৭টায় পুরান ঢাকার লালবাগ কেল্লা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।এতে আরো উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী আয়োজন করেছে।স্মরণীয় এই সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ ও ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রপৌত্র সিরাজ আলী খান।সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।এরপর খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অসিত দে।...