পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৭ অক্টোবর, ২০২৫, ১৭:১২:৪২ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। জয়পুরহাট: মেয়র নয়, আপনাদের সেবক হয়ে সবসময় পাশে থাকতে চাই, সুখে দুঃখে আপনাদের খেদমত করতে চাই বললেন ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। টাকার অভাবে শারদীয় দুর্গাপূজা করতে পারেননি পৌসভার ৬নং ওয়ার্ডের রাধাবাড়ী আদিবাসীপাড়া মহলার বাসিন্দারা। তাই এবার মহল্লার শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে লক্ষী পূজা আয়োজনের মাধ্যমে উৎসব পালন করছেন তারা। মন্দিরের রয়েছে নানান সমস্যা। এখানে পানির জন্য নেই কোন টিউবওলের ব্যবস্থা।এ কথা শুনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল ৬ অক্টোবর সোমবার দিবাগত রাতে পাঁচবিবি পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাধাবাড়ী আদিবাসীপাড়া মন্দিরের লক্ষী পূজা পরিদর্শনে যান এবং পানির সমস্যার কথা শুনে ওই মন্দিরে তিনি ৩ দিনের মধ্যে একটি টিউবওয়েল বসিয়ে দেবেন বলে ঘোষণা...