যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্র্যাট–দলীয় কংগ্রেস সদস্য ও সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস ১৭ বছর ধরে ‘জে স্ট্রিট’–এর সঙ্গে সৌজন্যমূলক বৈঠক করে আসছেন। জে স্ট্রিট হলো মধ্যবামপন্থী একটি লবিং গ্রুপ, যারা মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। তবে সম্পর্ক তৈরির এই দীর্ঘ সময়ে হাকিম জেফ্রিস কখনোই নির্বাচনে এই গ্রুপটির আনুষ্ঠানিক সমর্থন চাননি। তিনি বরং যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’—এআইপিএসির (আইপ্যাক নামে বেশি পরিচিত) সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। আইপ্যাক হলো কট্টর ইসরায়েলপন্থী লবিষ্ট সংগঠন, যারা জেফ্রিসকে দীর্ঘদিন ধরে আর্থিকভাবে সমর্থন দিয়ে আসছে। অতীতে তাদের সমর্থিত আইনপ্রণেতাদের এমন কোনো গ্রুপের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে নিরুৎসাহিত করা হতো, যারা ইসরায়েলের ব্যাপারে ভিন্ন মত পোষণ করে থাকে। তবে গত মাস থেকে এই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। হাকিম জেফ্রিস প্রথমবারের মতো...