০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পিএম ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যমুক্ত চাকরিপ্রত্যাশী পরিষদ। ব্যানার ও ফেস্টুন হাতে প্রায় শতাধিক ব্যাংক গ্রাহক, চাকরি প্রত্যাশী ও স্থানীয়রা কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে ‘একটি প্রভাবশালী মহল ও মাফিয়া চক্র’ অদক্ষ ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এতে ব্যাংকিং খাতের সুশাসন ব্যাহত হচ্ছে এবং মেধাবী তরুণ-তরুণীরা বঞ্চিত হচ্ছেন। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতা হামিদুর রহমান রানা বলেন, ব্যাংকিং খাতে স্বজনপ্রীতি...