০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে আজ বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দিয়েছে এনএসসি। বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু গতকাল বিসিবির নির্বাচনের পর রাতেই সিদ্ধান্ত বদলায় এনএসসি। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তার জায়গায় রুবাবাকে মনোয়ন দেয়া হয়েছে। রুবাবা উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। জানা গেছে, রুবাবা পরিচালক পদে আসার আগে কর্মরত প্রতিষ্ঠান ওরাকল থেকে ছাড়পত্র নিয়ে আসতে চান। যে কারণে রুবাবার নাম ঘোষণায় বিলম্ব করছে এনএসসি। মঙ্গলবার বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাই...