ঢাকা:নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মঙ্গলবার (০৭ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে অংশ নিয়ে নির্বাচন বিশেষজ্ঞরা এমন পরামর্শ দেন। ইসির সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া বলেন, গত ১৭ বছর দেওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। সীমান্ত দিয়ে আসা নকল টাকা, সন্ত্রাসী, মাদক প্রবেশ বন্ধের প্রচেষ্টা চালাতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা করতে হবে। সন্ত্রাস দমন ও সন্ত্রাসীদের কার্যকরভাবে আইনের আওতায় আনা, কালো টাকা, অর্থ পাচারকারী ও ঋণ খেলাপিদের নিয়ন্ত্রণ করা এবং কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সর্বস্তরের বেসামরিক প্রশাসনকে নিরপেক্ষ নিশ্চিত করতে হবে। নির্বাচনকালীন অনিয়ম দূর করতে যেসব কমিটি করা হয়, সেগুলোতে নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। তারা নিজ দায়িত্বের...