ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে বিজয়ী মহিউদ্দীন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মহিউদ্দীনের শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান হানাইল নোমানিয় আলিয়া কামিল মাদ্রাসায় এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মহিউদ্দীনের পরিবার এবং ওই মাদ্রাসায় পড়ানাকালে মহিউদ্দীনের শৈশরের সহপাঠিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া।বক্তারা বলেন, মহিউদ্দীন খানের এ অর্জন তার কোনো ব্যাক্তিগত সাফল্য নয়। এ সাফল্য জয়পুরহাট জেলা তথা হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসাসহ দেশবাসীরও গৌরব। এ দেশের তরুণ প্রজন্মের গৌরব মহিউদ্দীন। তিনি ভবিষ্যৎ রাজনীতিতে সৎ, ন্যায়-নিষ্ঠার সঙ্গে এগিয়ে...