একইদিনে সদও উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়ায় তাওহীদ হাসান (৫) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুজাহিদের খালু মফিজুর রহমান জানিয়েছেন, মুজাহিদ ও আপন সাতমাইলে তাদের নানাবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে খেলার সময় অসাবধানতাবশত দুজনই পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মুজাহিদ যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে এবং আপনের বাবার নাম মোহাম্মদ জীবন, তাদের বাড়ি রসুলপুর গ্রামে।অন্যদিকে, সকালে নানাবাড়ি ইসলামপুরে পুকুরে পড়ে মারা যায় তাওহীদ হাসান। নিহতের বাবার নাম মোহাম্মদ বিপুল। তার বাড়ি যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের কাঁঠালতলায়। কিন্তু তারা থাকতেন শ^শুর তরফ আলীর বাড়ির পাশের গ্রাম ইসলামপুরে। নিহতের নানা তরফ আলী জানিয়েছেন, সকালে সবার অজান্তে তাওহীদ হাসান খেলতে গিয়ে...