বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা শেষে গঠিত হয়েছে বিভিন্ন স্থায়ী ও কার্যনির্বাহী কমিটি। সভা শেষে এসব তথ্য জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব যত কাউন্সিলর আছেন, তাদের মধ্য থেকেই যারা আগ্রহী, তাদের ইনভলভ করে কাজের পরিসর বাড়ানো। এজন্য একটা ভোট সেশন নেওয়া হচ্ছে। ’ মিঠু জানান, বোর্ডের বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। ফাইনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফাইজুল রহমান মিঠু, গেম ডেভেলপমেন্ট কমিটিতে দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক সাদেক। টুর্নামেন্ট কমিটি আহসান হাবীব, এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি আসিফ আকবরের হাতে দেওয়া হয়েছে। গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান বুলবুল এবং ভাইস...