সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ দ্রুত নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নেওয়ার সুপারিশ করেছেন ইসির সাবেক কর্মীরা। সেই সঙ্গে তারা সংস্থার নিরপেক্ষ ভূমিকার বার্তা তুলে ধরতে প্রশাসনে প্রয়োজনীয় রদবদল আনতে সরকারকে প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে সাবেক কর্মীরা এ পরামর্শ দেন। সংলাপে তারা নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে কমিশনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিইসি নাসির বলেন, সাবেক কর্মীদের পরামর্শ তাদের চিন্তা খোরাক জোগাবে। তারা ব্যাংক থেকে ভোটের কর্মকর্তা নেওয়ার কথা চিন্তা করছেন, কারণ সরকারের বাইরে থেকে বেশির ভাগ লোক নেওয়া যায় কি না তা দেখছেন। কিন্তু তাদের কাছে অভিযোগ এসেছে...