মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলার তরুণদের দক্ষ, আত্মনির্ভর ও প্রযুক্তিনির্ভর করে তুলতে নানামুখী প্রশিক্ষণ কার্যক্রম চলছে। জেলা কার্যালয় যুব প্রশিক্ষণ কেন্দ্র ও চারটি উপজেলায় একযোগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এসব প্রশিক্ষণে অংশ নিচ্ছেন জেলার শত শত যুবক-যুবতী। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় ৮টি ব্যাচে মোট ২৮৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। জেলার চারটি উপজেলায় প্রতিটি উপজেলায় ১৪টি ব্যাচে ৪২০ জন করে মোট ১,৬৮০ জন প্রশিক্ষণার্থী চলতি অর্থবছরে প্রশিক্ষণ গ্রহণ করবে। জেলা কার্যালয়ে ছয় মাস মেয়াদি ৪টি, তিন মাস মেয়াদি ১টি এবং এক মাস মেয়াদি ২টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। যুব প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদি আবাসিক কোর্স চালু রয়েছে। এছাড়া ছয় মাস মেয়াদি বেসিক কম্পিউটার কোর্সে ৬০ জন প্রশিক্ষণার্থী জুলাই মাস থেকে অংশ নিচ্ছেন,...