গানের বাইরে এবার ভিন্ন পরিচয় যুক্ত হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর সদস্য আরএমের ক্যারিয়ারে। একজন শিল্প-সংগ্রাহক ও কিউরেটর হিসেবে স্থান করে করে নিচ্ছেন এই তরুণ গায়ক। যুক্তরাষ্ট্রের নামকরা সান ফ্রান্সিসকো মিউজিয়ামে আয়োজন করতে যাচ্ছে এক অনন্য প্রদর্শনী। যেখানে তুলে ধরা হবে আরএমের ব্যক্তিগত শিল্পসংগ্রহ ও মিউজিয়ামের নিজস্ব আধুনিক শিল্পকর্মের যৌথ প্রদর্শন। প্রদর্শনীটি চলতি বছরের অক্টোবর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে প্রায় ২০০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে, যার মধ্যে থাকবে কোরিয়ান আধুনিক ও সমসাময়িক শিল্পীদের কাজ এবং ইউরোপ-আমেরিকার বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম। আরএম নিজেই এ প্রদর্শনীর কিউরেশন করবেন, তার সঙ্গে থাকবেন মিউজিয়ামের কিউরেটর আমেরিকা ক্যাস্তিয়ো ও হোয়েউন কিম। আরএমের পক্ষ থেকে থাকছে কোরিয়ান শিল্পীদের মধ্যে ইউন হিয়ং-কিউন, ভাস্কর কিম ইউন...