মুক্তি পাচ্ছে নতুন ভাবনার সিনেমা ‘লিটল মিস ক্যাওস’। ৮ অক্টোবর মধ্যরাত ১২টা ১ মিনিটে (৯ অক্টোবর) এটি উন্মুক্ত হবে চরকিতে। তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা নবীন শিল্পীদের নিয়ে নির্মাণ করেছেন ওয়েব ফিল্মটি। এতে রোমান্স, কমেডি এবং ক্যাওসের গল্প উঠে এসেছে নতুন ভাবনায়। অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান প্রমুখ। তবে সিনেমাটির প্রাণভ্রমরা ইরা, মারুফ এবং তার বন্ধুরা। সিনেমাটির গল্প ইরাকে নিয়ে। মেয়েটি বয়সে ছোট, স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতাও কম। তার চারপাশের জগৎটা বেশ ক্যাওটিক, তার বেড়ে ওঠাটাও। তাই সে নিজেও খানিকটা ক্যাওটিক। এসব কারণেই ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওস’। গল্পে ইরা খুব ফ্যাশন সচেতন। মেয়েটি মূলত তার ক্যাওস স্বভাবটা সাজ-পোশাকে আড়াল করতে চায়। ইরা চরিত্রে অভিনয় করেছেন...