০৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আবার হোয়াইট হাউস সফরে যাচ্ছেন, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনীতি ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি কানাডার অর্থনীতিকে প্রভাবিত করছে এবং কার্নির লক্ষ্য হলো এসব শুল্ক হার কমানোর জন্য যুক্তরাষ্ট্রকে রাজি করানো। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য বৈঠকে মার্ক কার্নি ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। এটি কার্নির ক্ষমতায় আসার পর দ্বিতীয় ওয়াশিংটন সফর। কার্নি এই সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক পুনর্গঠন এবং বাণিজ্য চুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতে চান। মূল উদ্দেশ্য হলো ট্রাম্প প্রশাসনের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ কমানো। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সোমবার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি...