ঢাকা: দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি স্বস্তিতে আছি এবং এজন্য আমরা মোটামুটি আত্মবিশ্বাসী। মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, মূল্যস্ফীতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবস্থান নিয়ে কিছু মতভেদ রয়েছে; কেউ বলছেন, শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নেপালের অবস্থা বাংলাদেশ থেকে ভালো। এ বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, যখন অর্থনীতির ভিত্তি বড় ছিল তখন মূল্যস্ফীতি ১১-১৪ শতাংশের মধ্যে ছিল, পরে তা কমিয়ে প্রায় ৮ শতাংশে নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, যদি এটি আরও কমিয়ে ৭ বা ৪ শতাংশে নিয়ে যাওয়া যেত, তাহলে সবাই...