ক্যালিফোর্নিয়ার ৩৭ বছর বয়সী হামফ্রি-এর বিশেষ পেশা হলো সন্তানের জন্য উপযুক্ত নাম খুঁজে বের করা। যার পরামর্শ নিতে অভিভাবকেরা ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে প্রস্তুত থাকেন। এক দশক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুর নাম নিয়ে আগ্রহ প্রকাশ শুরু করার পর বর্তমানে তিনি পাঁচ শতাধিক শিশুর নাম বাছাইয়ে সাহায্য করে যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত 'বেবি-নেম কনসালট্যান্ট' হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। টিকটক ও ইনস্টাগ্রামে তার এক লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। নিজেকে 'নেম নার্ড' হিসেবে পরিচয় দেওয়া হামফ্রি তার ব্র্যান্ডিং, মার্কেটিং ও প্রসূতি সহায়তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নামের স্প্রেডশিট থেকে নাম, অর্থ ও ভাবের বিশ্লেষণ দেন; তার প্রাথমিক প্যাকেজ ২০০ ডলার থেকে শুরু হলেও, বিশেষ সেবার মূল্য ১০ হাজার ডলার এবং প্রিমিয়াম প্যাকেজ ৩০ ডলার হাজার পর্যন্ত পৌঁছায়, যেখানে বংশানুক্রমিক গবেষণা ও বেবি নেম...