সময় যেন থমকে গেছে তার সৌন্দর্যের জাদুতে। জমকালো সাজে এলিগ্যান্ট উপস্থিতিতে ধরা দিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ফ্যাশনপ্রেমীদের চোখে আজ তিনি এক অন্য রূপে-দেশীয় বিলাসবহুল ব্র্যান্ড ‘বাটারফ্লাই বাই সাগুফতা’র মনোমুগ্ধকর মেরুন শাড়িতে। ছবি: সাফার ফেসবুক থেকে মেরুনের গভীর রঙে মিশেছে সোনালি জরি ও সিকুইনের ঝলমলে কারুকাজ শাড়ির পাড়জুড়ে যেন ফুটে উঠেছে ফ্লোরাল আভিজাত্য। ঐতিহ্য আর আধুনিকতার নিখুঁত মেলবন্ধনে তৈরি এই পোশাকে সাফা কবির হয়ে উঠেছেন একেবারে সমসাময়িক ফ্যাশন আইকন। শাড়ির সঙ্গে মানানসই ভেলভেটের স্লিভলেস ব্লাউজে রয়েছে সূক্ষ্ম বিডস ও সিকুইনের পরিপাটি কাজ, যা পুরো লুকটিকে করেছে আরও মোহনীয়। সাজের পরিপূর্ণতা এনে দিয়েছে স্বনামধন্য মেকআপ আর্টিস্ট জাহিদ খান মেকওভারের গ্ল্যাম টাচ। নিখুঁতভাবে সাজানো ভ্রু, চোখে শিমারি আইশ্যাডো ও মাসকারার ছোঁয়া-লেন্স পরা দৃষ্টিতে কাজলের রেখা যেন এক রহস্যের আবরণ।...