২০২৫ সালের নোবেল পুরস্কার প্রাপকদের নাম গতকাল সোমবার (৬ অক্টোবর) থেকে ঘোষণা শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের পক্ষ থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) এক ঘোষণায় জানানো হয়, এ বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট ও জন এম. মার্টিনিস। এ তিন বিজ্ঞানী বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। তিনজনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। এর আগে, গতকাল সোমবার প্রথমেই ঘোষণা করা হয়েছিল চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ীদের নাম। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মেরি ই. ব্রানকো, ফ্রেড রামসডেল ও সিমন সাকাগুচি। এই তিন...