চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পেসার মারুফা বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। এবার মারুফাসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটারকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।মঙ্গলবার (০৭ অক্টোবর) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেই র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৪১১ পয়েন্ট নিয়ে ৪১ নম্বরে অবস্থান করছেন মারুফা। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রাবেয়া খানেরও। ৫২৮ পয়েন্ট নিয়ে ১ ধাপ এগিয়ে এখন ২১ নম্বরে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন নাহিদা আক্তার। ৬৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন তিনি।বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছেন সোফি একেলেস্টন। দুই, তিন ও চারে যথাক্রমে রয়েছেন অ্যাশলে গার্ডনার, মেগান শুট ও কিম গার্থ। ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন...