বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বিভিন্ন কমিটির দায়িত্ব দেয়া হয়েছে পরিচালকদের। ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন আগেই মতোই নাজমুল আবেদীন ফাহিম। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজে ওয়ার্কিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। দুই সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও খান আব্দুর রাজ্জাক পেয়েছেন হাইপারফরমেন্স ও উইমেন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। গত বোর্ডে মিডিয়া কমিটির দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু ফিরে পেয়েছেন আম্পায়ার্স কমিটির দায়িত্ব। বিপিএল গভর্নিং কাউন্সিল- চেয়ারম্যান-আমিনুল ইসলাম...