আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে শাপলা প্রতীক চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার চিঠিতে ইসির কাছে ৭টি নমুনা এঁকে পাঠিয়েছে দলটি। আজ মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠিয়েছে দলটি। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠির বিষয়ে উল্লেখ করা হয়, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের বিগত ৩০.০৯.২০২৫ তারিখের স্মারক নং ১৭.০০.০০০০.০২৫.৫০.০১০.০৮ (অংশ-২)-৬৯১ মূলে প্রেরিত চিঠির প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জবাব প্রসঙ্গে।’ চিঠিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন সচিবালয়ের বিগত ৩০.০৯.২০২৫ তারিখের স্মারক নং ১৭.০০.০০০০.০২৫.৫০.০১০.০৮ (অংশ-২)-৬৯১ মূলে প্রেরিত চিঠির প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র দলীয় অবস্থান লিখিতভাবে আপনাকে অবহিত করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) এ নতুন করে নির্বাচনী প্রতীক তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করে...