এখন আবহাওয়াতে চলছে বদলের ধারা। আর্দ্রতার পরিমাণ হঠাৎ কমছে আবার বাড়ছে, বাতাস কখন শুষ্ক আবার কখন ভেজা। তাই এ সময়ে ত্বক সজীব রাখতে প্রয়োজন রুটিনে কিছু বিশেষ উপাদান যুক্ত করা। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি কার্যকর উপাদান সঠিকভাবে ব্যবহার করলে আবহাওয়ার বদলেও ত্বকের উজ্জ্বলতা কেড়ে নিতে পারবে না। যুক্তরাষ্ট্রের ত্বক বিশেষজ্ঞ ডা. ক্রিস্টিনা চুং ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “হায়ালুরোনিক অ্যাসিডের মূল শক্তি হল পানি ধরে রাখার ক্ষমতা। ঠাণ্ডা ও শুষ্ক দিনে এই উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।” এই উপাদান ত্বককে শুধু ‘ময়েশ্চারাইজ’ করে না, বরং ত্বকের ভেতর থেকে টানটান ভাব এনে দেয়। সকালে মুখ পরিষ্কার করে হালকা ভেজা অবস্থায় হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করলে ত্বক সারাদিন আর্দ্র থাকে। ভিটামিন সি শুধু ত্বক উজ্জ্বল করে না বরং পরিবর্তিত বা ঠাণ্ডা...