একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের গ্রাহকদের মধ্যে যাদের আমানত লাখ টাকা রয়েছে, তাঁরা সবার আগে টাকা ফেরত পাবেন। পরে বাকি গ্রাহকরা পর্যায়ক্রমে তাদের আমানত ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, একীভূত হওয়ার পাঁচ ব্যাংক প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল জোগান দেওয়া হলেই এসব গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। যাদের দুই লাখ টাকা বা তার কম আমানত রয়েছে, তারা প্রথমে আমানত তোলার সুযোগ পাবে। পর্যায়ক্রমে বাকি গ্রাহকদের আমানত ফেরত পাবে। আমানত ফেরত প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, সবার আগে ক্ষুদ্র আমানতকারীদের দিকে নজর দিতে হবে। তাদের আতঙ্ক না কাটলে নতুন ব্যাংক করে সফল করা কঠিন হবে। অনিয়ম, কুঋণসহ নানা ইস্যুতে পাঁচ ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।...