দেশে মেডিকেল অক্সিজেনকে শিগগিরই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। মঙ্গলবার দেশের প্রথম ‘অক্সিজেন সামিটে’ তিনি বলেছেন, “অক্সিজেন একটা ওষুধ, তাই এর ওই গুরুত্বটা পাওয়া দরকার। এটা এসেনসিয়াল মেডিসিনের তালিকায় যুক্ত হওয়া দরকার।” ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে আইসিডিডিআর,বি, দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ, এভরি ব্রেথ কাউন্টস ও ইউনিটএইড। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “রোগীর প্রয়োজনে অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত করা দরকার। অক্সিজেনের প্রাপ্যতায় বৈষম্য আছে এখনও। এটা অ্যাফোর্ডেবল কি না, সেটি জটিল প্রশ্ন। আমরা যদি ঢাকার বুড়িগঙ্গার পাড় থেকে উত্তরা পর্যন্ত যাই, অক্সিজেনের দাম হাসপাতাল অনুযায়ী ভেরি করতে থাকবে, একেক হাসপাতালে একেক দাম। সেটা একই মানের অক্সিজেন হলেও। “আমরা এটাকে এসেনসিয়াল মেডিসিন হিসেবে ডিক্লেয়ার করব এবার। এটা হলে দাম নিয়ন্ত্রণ...