শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক পছন্দ করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক বাছাই করতে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো এক চিঠির জবাবে এ কথা জানায় দলটি। গত ৩০ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া এক চিঠিতে শাপল বাদে ৫০টি প্রতীকের একটি তালিকা থেকে নিজেদের প্রতীক বাছাই করতে বলে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (০৭ অক্টেবর) ইমেইলে ইসির সেই চিঠির জবাব দিয়েছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এনসিপি মনে করে গণমানুষের সাথে শাপলা প্রতীক কেন্দ্রীক তার গভীর সংযোগ সম্পর্ক স্থাপিত হয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্খী, সমর্থক, কর্মী, নেতৃবৃন্দকে দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নাই; ফলশ্রুতিতে শাপলা ব্যতীত নির্বাচন কমিশনের প্রেরিত ৩০...