হাইওয়ে পুলিশের সহায়তায় এ দুর্ঘটনায় জড়িত ‘সি লাইন’ পরিবহনের ঢাকা মেট্রো ব:১৪-৭৭৭৪ নম্বর বাসটিকে আটক করে মালিক পক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।আরো পড়ুন:ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকেরবাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে চালক-হেলপারকে গণপিটুনি বাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে চালক-হেলপারকে গণপিটুনি সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। আহত সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। আটক বাসের চালক বকুল খন্দকার (৬০) বলেন, “আমি রেডিও কলোনির জ্যামে দাঁড়িয়ে ছিলাম, ডানে অল্প ফাকা জায়গা ছিল, সেখানেই ওই শিক্ষার্থীর বাইকটা দাঁড়িয়ে ছিল। আমি সেটা খেয়াল করিনি। জ্যাম ছাড়ালে না দেখেই টান দেই, এতে মোটরসাইকেলে বসা শিক্ষার্থী ঝুঁকি বুঝে ডিভাইডার টপকে লাফ দেয়, সেখান থেকেই তার পায়ে আঘাত...