০৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পিএম গাজায় ইসরাইলি বর্বরতার ২ বছর পূর্ণ হচ্ছে আজ ৭ (অক্টোবর)। দখলদার বাহিনীর অভিযানে গত দুই বছরে উপত্যকাটিতে প্রাণ হারিয়েছে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি। এ ছাড়া ত্রাণের অভাবে ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন গাজার বাসিন্দারা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, গাজায় ৯০ শতাংশ বাড়ি হয় ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ২১ লাখের মধ্যে ১৯ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। ইসরাইল তাদের অনুমতি ছাড়া গাজায় কোনো জিনিস ঢুকতে দিচ্ছে না, তাই সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে ১৫০ জন শিশুসহ ৪৫০ জন মারা গেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন, দুইটি লক্ষ্য নিয়ে তিনি যুদ্ধে নেমেছেন। এক, সব পণবন্দিকে মুক্ত করবেন, দুই, হামাসকে নিশ্চিহ্ন করবেন। দুই বছর পর দুইটি...