আমাদের চারপাশে অনেকেই আছেন যারা প্রথমে দয়ালু, সৎ বা বিশ্বস্ত মনে হয়। কিন্তু সবসময় সবকিছু সত্যি হয় না। কিছু মানুষ তাদের আসল রূপ লুকিয়ে রাখে এবং সদয় হওয়ার ভান করে নিজের ইচ্ছা বা স্বার্থ পূরণের চেষ্টা করে। মনোবিজ্ঞানের কিছু সূক্ষ্ম লক্ষণের মাধ্যমে বোঝা সম্ভব, কেউ সত্যিই ভালো মানুষ কিনা, নাকি শুধু ভান করছে। যারা ভালো হওয়ার ভান করে, তারা সাধারণত তখনই অতিরিক্ত সদয় হয় যখন কিছু প্রয়োজন হয়। তাদের সদয় আচরণ ধারাবাহিক নয়, বরং নিজের স্বার্থ অনুযায়ী প্রকাশ পায়। সত্যিকারের ভালো মানুষ ভুল করলে ক্ষমা চায় এবং তা ঠিক করার চেষ্টা করে। কিন্তু ভানকারী মানুষ কখনো নিজের ভুল মানে না এবং দায় অন্যের ওপর চাপিয়ে দেয়। যাদের সদয়তা শুধু দেখানোর জন্য, তারা যখন একা থাকে তখন কোনো সদয় আচরণ দেখায়...