মধ্যপ্রাচ্যে গত দুই বছরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু ইসরাইলই পেয়েছে ২১ বিলিয়নের বেশি সহায়তা। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’-এর নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সহায়তা ছাড়া ইসরাইল গাজায় আগ্রাসন, ইয়েমেনে বিমান হামলা বা ইরানের সঙ্গে সংঘাত চালিয়ে যেতে পারত না। কুইন্সি ইনস্টিটিউটের সিনিয়র গবেষক উইলিয়াম ডি হার্টাংয়ের মতে, ওয়াশিংটনের অর্থ ও অস্ত্রই ইসরাইলকে এই ধ্বংসযজ্ঞে টিকে থাকার শক্তি জুগিয়েছে। ‘ইউএস মিলিটারি এইড অ্যান্ড আর্মস ট্রান্সফার্স টু ইসরাইল, অক্টোবর ২০২৩–সেপ্টেম্বর ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরাইলকে সামরিক সহায়তা ও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক কর্মকাণ্ডে মোট ৩১ দশমিক ৩৫ থেকে ৩৩ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এতে...