চীনের জাতীয় দিবস আর মধ্য-শরৎ উৎসব—দুটি বড় ছুটি একসঙ্গে পড়েছে এবার। চীনজুড়ে যেন উৎসবের ঢেউ বয়ে গেলো। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর থিয়েনআনমেন স্কয়ারে লাখো মানুষের ভিড়, পর্বতমালায় ড্রোন শো, আবার কেউ ছুটেছেন পাহাড়-নদী কিংবা ছোট্ট শহরের মেলায়। সব মিলিয়ে রঙিন, আর নতুন সম্ভাবনায় ভরা চীনের নতুন অর্থনীতির উড্ডয়নের ছবিটাই যেন পরিষ্কার হলো এবারের ছুটিতে। ১ অক্টোবর থিয়েনআনমেন স্কয়ার রীতিমতো জনসমুদ্র। ১ লাখ ২১ হাজার মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছেন সেই মুহূর্তের দিকে—সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উড়বে জাতীয় পতাকা। ২৭ বছরের থাও বুফান বললেন, ‘প্রতিবারই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করি—এটা যেন নিজের দেশকে ভালোবাসার এক নিঃশব্দ স্বীকারোক্তি।’ এবারের আট দিনের ছুটিতে চীনের ভেতর ভ্রমণ ও ভোক্তাব্যয় দুটোই যেন উড়েছে রকেটে চড়ে। শুধু বেইজিং নয়, প্রাদেশিক শহরগুলোয় এখনও চোখ ধাঁধাচ্ছে সাংস্কৃতিক উৎসবের...