বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য ১৩ দফা নির্দেশনাও দিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার (৬ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রের ১৮৪টি কেন্দ্রে নেওয়া হবে। এতে তিন লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পিএসসি জানিয়েছে, এ পরীক্ষায় ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার মোট সময় দুই ঘণ্টা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,...