সোনম ওয়াংচুক একজন ভারতীয় কর্মী, উদ্ভাবক , শিক্ষা সংস্কারক এবং পরিবেশবাদী । একসময় তিনি ছিলেন ভারতের উদ্ভাবনী শক্তির প্রতীক। বলিউড ব্লকবাস্টার থ্রি ইডিয়টসের প্রেরণাও তিনি। শিক্ষাক্ষেত্রে তাকে ধরা হতো এক মহান সংস্কারক। সেই সোনম ওয়াংচুক এখন লাদাখের প্রতিবাদী কণ্ঠস্বর। যাকে এখন ভারতের কেন্দ্রীয় সরকার দেখছে রাষ্ট্রদ্রোহী হিসেবে। গত সেপ্টেম্বরের শেষদিকে গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে আরব বসন্তের মতো বিদ্রোহের ষড়যন্ত্র করার গুরুতর অভিযোগ এনেছে ভারতের কেন্দ্রীয় প্রশাসন। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিভক্ত করে বিশেষ মর্যাদা (আর্টিকেল ৩৭০) রদ করার সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। সেসময় লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেছিলেন সোনম ওয়াংচুক। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে এক্স (তৎকালীন টুইটার)-এ লিখেছিলেন, লাদাখের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ...