সাধারণত যে কেউ দেশের সীমানা পেরোতে হলে বৈধ পাসপোর্ট এবং প্রয়োজন অনুযায়ী ভিসা থাকা বাধ্যতামূলক। এটি প্রযোজ্য রাষ্ট্রপ্রধান, কূটনীতিক এমনকি রাষ্ট্রসংঘের মহাসচিবদের ক্ষেত্রেও। কিন্তু পৃথিবীতে এমন একজন আছেন, যিনি পাসপোর্ট বা ভিসা ছাড়াই বিশ্বের যেকোনো দেশে ভ্রমণ করতে পারেন। যিনি এই বিশেষ সুবিধা ভোগ করেন, তিনি হলেন পোপ—ক্যাথলিক চার্চ এবং ভ্যাটিকান সিটির প্রধান। বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্রের এই প্রধানের জন্য ভিসা বা পাসপোর্টের নিয়ম প্রযোজ্য নয়। ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে পোপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কূটনীতিক এবং তাঁর কূটনৈতিক পাসপোর্ট থাকায়, তিনি বিশ্বের অধিকাংশ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিস ৫০টিরও বেশি দেশ ভিসা ছাড়াই সফর করেছেন। পোপ ভ্যাটিকান নাগরিক হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশেষ মর্যাদা পান। কূটনৈতিক পাসপোর্টের মাধ্যমে তাঁকে সাধারণভাবে ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি দেওয়া হয়। প্রধান...